Ticker

10/খামার ব্যবস্থাপনা/ticker-posts

কিছু কাজ আপনার খামার কে সফলতার দাঁরপ্রান্তে পৌঁছে দিবে।

৫ টি বিষয় আপনার খামার কে সফলতার দাঁরপ্রান্তে পৌঁছে দিবে এবং আপনাকে অনাকাঙ্ক্ষিত ক্ষতির হাত থেকে রক্ষা করবেঃ



৫ টি বিষয় হলোঃ

১. সঠিক পরিকল্পনা।
২. সুষম খাদ্য পরিবেশন নিশ্চিত করণ।
৩. পরিস্কার পানির ব্যবহার নিশ্চিত করণ।
৪.খামারে জৈব নিরাপত্তা নিশ্চিত করণ।
৫.ঔষুধ বা এন্টিবায়োটিক ঔষুধ এর ব্যবহার হ্রাস এর পাশাপাশি প্রাকৃতিক উপাদানের ব্যবহার এর উপর গুরুত্ব প্রদান।

প্রয়োজনীয় পোষ্ট পেতে আমাদের ব্লগটি Follow  করুন এবং আপনার মূল্যবান মতামত দিয়ে আমাদের সংঙ্গে থাকবেন এবং কোথাও ভুলহলে ক্ষমাসুন্দর দৃৃষ্টিতে দেখার অনুুরোধ রইলো।
আপনাদের ভালোবাসাই আমদের আগামীর পথ চলার পাথেয় ।

আপনাদের সকলের শারীরিক সুস্থতা   ও সকলের কবুতর গুলোর সুস্থতা কমনা করে শেষ করছি। আবার দেখা হবে নতুন কোন বিষয় নিয়ে।সবাই ভালো থাকবেন।

আল্লাহ হাফেজ

স্ট্যাডি ও তথ্য সংগ্রহঃ বিভিন্ন রিসার্চ আর্টিকেল,পিজন রিলেটেড বই,ব্যক্তিগত অভিজ্ঞতা,বিভিন্ন খামারি ও ভেটেরিয়ানদের পরামর্শ।

তথ্য সংগ্রহে এবং লেখকঃ-
জাকারিয়া হাসান এমরান
Admin
Pigeon Healthcare In BD

   *******Thank You *******

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ