Ticker

10/খামার ব্যবস্থাপনা/ticker-posts

কবুতর এর বিভিন্ন জাত ও কিছু জাতের কবুতর এর নামঃ



গৃহপালিত বা পোষা পাখিদের মধ্যে কবুতর অন্যতম। সুপ্রাচীনকাল থেকে শখের জন্য কবুতর পালন করা হচ্ছে। ইদানিং অনেকে  কবুতর পালনকে ব্যবসায়িক দৃষ্টিভঙ্গিতে গ্রহণ করেছেন। কেউ কেউ বিকল্প আয়ের উৎস হিসাবে ব্যবহৃত হচ্ছে।

কবুতরেরর জাত বা ধরনগুলো নির্দিষ্ট নয়। বিভিন্ন রং, বৈশিষ্ট্য, গুণাগুণ, চোখ ইত্যাদি এর ওপর ভিত্তি করে নামকরণ বা জাত ঠিক করা হয়। এছাড়া ক্রস ব্রিডিং -এর মাধ্যমেও নতুন জাত তৈরি হয়ে থাকে।এর মধ্যে কিছু জাতের কবুতর আমাদের দেশে পালন করা হয়ে থাকে।পৃথিবীতে প্রায় ১১০০ প্রজাতির কবুতর রয়েছে, এর মদ্যে বাংলাদেশে ৮০/১০০ জাতের কবুতর পাওয়া যায়।চলুন কিছু কবুতর এর নাম জানা যাক।

 National pigeon Association ( NPA)  কতৃক নিবন্ধিত কবুতর সমূহঃ-  

তবে আমরা আমাদের দেশের কবুতর এর জাত গুলোকে চারটি ভাগে ভাগ করে কিছু নাম তুলে ধরতে চেষ্টা করবো।
১. দেশী জাতের কবুতরঃ
২. গিরিবাজ বা হাইফ্লায়ার জাতের কবুতরঃ
৩. ফেন্সি জাতের কবুতরঃ
৪. রেসারঃ

দেশী জাতের কবুতরঃ
১. গোলা
২. দেশি গিরিবাজ
৩. জালালি

গিরিবাজ বা হাইফ্লায়ার জাতের কবুতরঃ

হাইফ্লায়ার কবুতর  বলতে আমরা গিরিবাজ এর জাত টা কেই বুঝি। আমাদের দেশে অনেক ধরনের গিরিবাজ পাওয়া যায় কিন্তুু এর প্রধান উৎপতি ভারতে।  ভারতে এর নাম টিপলার। আমাদের দেশে দুটো কারনে এই কবুতর পালন করা হয় ১ রেসঅথবা পাললা দেওয়ার জন্য আর ২ হাইফ্লাইং এর জন্য।
কিছু জাতের গিরিবাজ হাইফ্লাইং এর জন্য বিশ্বে  বিখ্যাত যেমনঃ ইন্ডিয়ান  কালদম,  পাকিস্তানি টেডি( ফ্লাইং টাইম ১২ ঘন্টা+). সারা পৃথিবীতে হাই-ফ্লায়ার কবুতরের ক্ষেত্রে পাকিস্তানি গিরিবাজ বিখ্যাত ।

এই কারনে গিরিবাজ জাত কে দুইটা ভাগে ভাগ করবোঃ

(ক) সাধারন জাত
(খ) হাইফ্লায়ার জাত।

সাধারন গিরিবাজ জাতঃ

১. বাঘা
২. চুইনা
৩. কাগজি
৪. সুয়াচন্দন
৫. ঝাকগলা
৬. দোবাজ
৭. ঘিয়া-সুল্লি
৮. লাল-সুল্লি
৯. ঝাক
১০. লালদম
১১. জিরা গলা
১২. খাকি
১৩. সুরমা খাকি
১৪. লাল খাকি
১৫. সবজি
১৬. সবুজ গলা
১৭. কালোগলা
১৮. খয়রা গলা
১৯. লাল পেটি
২০. ময়না ঝাক
২১. লাল গলা
২২. কালো মসালদম
২৩. সিলবার মসালদম
২৪. কালদম
২৫. চিলা
২৬. খয়েরি চিলা
২৭. অরেন্জ চিলা
২৮. কলো চিলা
২৯. গোল্ডেন চিলা
৩০. সিলভার গররা
৩১. কালো গররা
৩২. লাল গররা
৩৩. হলুদ গররা
৩৪. সবজি গররা
৩৫. প্লেন
৩৬. মাকসি
৩৭. সুন্দরী
৩৮. কাজকরা
৩৯. বাবরা
৪০. নাপতা
৪১. গেন্দা
৪২. রাজশাহী গিরিবাজ

হাইপ্লায়ার গিরিবাজ জাতের কবুতরঃ

১. টেডি
২. কালদম
৩. পাংখি,
৪. জিরাগলা
৫. লাল চিলা
৬. সাহজাহান পুরি
৭. সাহারান পুরি
৮. নিলা
৯. গোল্ডন
১০. রামপুরি
১১. বেনারস
১২. শিয়াল কুটি
১৩. আলী ওয়ালা
১৪. বাঙ্কা
১৫. বাতেরী
১৬. চাপরায়
১৭. চাট ওয়ালা
১৮. চিনা
১৯. চোলা
২০. ডাব ওয়ালা
২১. দেওয়ান ওয়ালা
২২. দোভাজ
২৩. ফকির গুল
২৪. ফিরোজপুরী
২৫. গালে
২৬. হারে
২৭. ইমাম দিন
২৮. জনশিরা
২৯. কালে মু
৩০. কামাগার
৩১. কাসনি
৩২. কাসুরী
৩৩. কাটাং
৩৪. লাল-শিরা
৩৫. মোশন ওয়ালা
৩৬. নীল দুমা
৩৫. পট্টি ওয়ালা
৩৬. সালেতা
৩৭. সারকী
৩৮. শিকরা
৩৯. পঁয়ত্রিশ ওয়ালা
৪০. শুরাহ
৪১. ওয়েছি
৪২. জাগ চিনি
৪৩. জাগ
৪৪. জিরা
৪৫. জংলী

ইত্যাদি

ফেন্সি জাতের কবুতরঃ

সারা পৃথিবীতে প্রায় ৫০০ জাতের  ফেন্সি কবুতর রয়েছে এটা  মুলত বিদেশী কবুতর। আমাদের দেশে কেউ বা শখের বসে কেউ বা বানিজ্যিক ভাবে ফেন্সি কবুতর এর খামারগরে তুলেছেন।নিচে কিছু ফেন্সি কবুতর এর নাম তুলে ধরলাম, এর মদ্যে কিছু জাতের কবুতর এখন আমাদের দেশে পাওয়া যায়।

1. Fantail ( ফ্যানটাইল)
2. Frillback( ফ্রিলব্যাক)
3. Jacobin( জ্যাকোবিন)
4. Lahore(লাহোর)
5. Trumpeter(ট্রামপেটর)
6. English Trumpeter.(ইংলিশ ট্রামপেটর)
7. Archangel(অস্চান্জেল)
8. Danish (ড্যানিস)
9. Suabian( সুয়াবিআন)
10. Saxon(স্যাক্সন)
11. Field Pigeon(ফিল্ড পিজন)
12. Starling(স্ট্যারলিং)
13. Swallow(স্লো)
14. Thuringen Field Pigeon( টুরিংযেন ফিল্ড পিজন)
15. Ice Pigeon(আইচ পিজন)
16. Aachen Lacquer( আ্যাচেন ল্যাকোয়ার)
17. Shield (স্লিড)
18. OwlAfrican (আফ্রিকান আউল)
19. OwlChinese (চাইনিজ আউল)
20. OwlItalian (ইটালিয়ান আউল)
21. OwlOld German (ওল্ড জার্মান আউল)
22. OwlOriental (ওরিয়েন্টাল আউল)
23. FrillTurbit( ফ্রিলতুরবিট)
24. American Show Racer( আমেরিকান সো রেসার)
25. Dragoon(ড্রাগন)
26. English Carrier( ইংলিশ ক্যারিয়ার)
27. German Beauty Homer( জার্মান বিউটি হোমার)
28. Homing pigeon( হাউস পিজন)
29. English Pouter( ইংলিশ পোটার)
30. Brunner Pouter(ব্রুনার পোটার)
31. Gaditano Pouter
32. Holle Cropper(হোলিক্রোপার)
33. Horseman Pouter(হাস্রম্যান পোটার)
34. Norwich Cropper( নরউইস ক্রোপার)
35. Pigmy Pouter( পিগমিপোটার)
36. Pouter( পোটার)
37. Voorburg shield
38. CropperOld ( ক্রোপারওল্ড)
39. German Croppers( জার্মান ক্রোপ)
40. Polish (পলিস)
41. Short-faced Tumbler( সট ফেজ ট্যামবোলার)
42. English Long-faced (ইংলিশ লং ফেজ)
43. TumblerEnglish (ইংলিশ ট্যামবোলার)
45. Helmet(হেলমেট)
46. English Magpie(ইংলিশ ম্যাগপাই)
47. Nun(নান)
48. Armenian Tumbler( আর্মেনিয়ান ট্যামবোলার)
49. Australian Performing Tumbler( আস্ট্রেলিয়ান পারফরমিং ট্যামবোলার
50. Danzig Highflyer( দানজিং হাই ফ্লায়ার)
51. Donek(ডোনেক)
52. RollerTippler( রোলার ট্রিপলার)
53. Carneau( কার্নেউ)
54. French( ফ্রেন্স)
56. Mondain
57. King( কিং)
58. Runt(রান্ট)
59. Strasser( স্ট্রেসার)
60. Muki( মুকী)
61. Shekhar(শেখর)
62. Amarican Bombai(আমেরিকান বোম্বাই)
63. Bagdadi Homa( বাগদাদী হোমা)
64. Indian Noton(ভারতীয় লোটন)
65. Hena Pouter(হেনা পোটার)
67. Bokhara(বোখরা)
69. Magpai( ম্যাগপাই)
70. Butterfly (বাটার ফ্লাই)
ইত্যাদি

রেসারঃ

রেসার বা রেসিং হোমার বিশেষ এর ধরনের ব্রিড করা কবুতর যা শুধু রেসিং এর জন্যে উদ্ভাবন করা হয়েছে । এর বিশেষ ক্ষমতা হল এর “হোমিং অ্যাবিলিটি” বা বাড়ি চিনে ফিরে আসার দক্ষতা । তাছাড়া প্রচন্ড শক্তিশালী এই কবুতর ঘন্টার পর ঘন্টা বিশ্রাম না নিয়েই উড়তে পারে ।
বাংলাদেশে মুলত
১. মিলি, ব্লু-বার
২. ব্লু-বারলেস
৩. ব্লু-চেকার
৪. ব্ল্যাক
৫.  ব্ল্যাক-চেকার
৬. হোয়াইট
৭. রেড-বার
৮. রেড-বারলেস
৯. রেড-চেকার
১০. গ্রিজেল
জাতের জাতের রেসার পাওয়া যায়।

এছরাউ আরো আনেক জাতের কবুতর রয়েছে।আগামি পোষ্টে চেষ্টা করবো পরিচিত  কিছু জাত এর বৈশিষ্ট্য তুলে ধরার জন্য আশা করি সাথে থাকবেন ।

প্রয়োজনীয় পোষ্ট পেতে আমাদের ব্লগটি Follow  করুন এবং আপনার মূল্যবান মতামত দিয়ে আমাদের সংঙ্গে থাকবেন এবং কোথাও ভুলহলে ক্ষমাসুন্দর দৃৃষ্টিতে দেখার অনুুরোধ রইলো।
আপনাদের ভালোবাসাই আমদের আগামীর পথ চলার পাথেয় ।

আপনাদের সকলের শারীরিক সুস্থতা   ও সকলের কবুতর গুলোর সুস্থতা কমনা করে শেষ করছি। আবার দেখা হবে নতুন কোন বিষয় নিয়ে।সবাই ভালো থাকবেন।

আল্লাহ হাফেজ

স্ট্যাডি ও তথ্য সংগ্রহঃ বিভিন্ন রিসার্চ আর্টিকেল,পিজন রিলেটেড বই,ব্যক্তিগত অভিজ্ঞতা,বিভিন্ন খামারি ও ভেটেরিয়ানদের পরামর্শ।

তথ্য সংগ্রহে এবং লেখকঃ-
জাকারিয়া হাসান এমরান
Admin
Pigeon Healthcare In BD

   *******Thank You *******

একটি মন্তব্য পোস্ট করুন

3 মন্তব্যসমূহ

  1. এতো এতো জাতের নাম সম্বলিত পোষ্ট খুবই কম আছে । পড়ে অনেক কিছু জানতে পারলাম । ধন্যবাদ <3

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাইটটি ভিজিট করার জন্য। জেনে আনন্দিত হবেন যে আমরা কবুতরের নাম সম্মিলিত পোস্ট এর পাশাপাশি এখন পর্যুন্ত ১০১ টি কবুতরের উৎপত্তি এবং বৈশিষ্ট্য নিয়ে স্বতন্ত্র পোস্ট করতে সক্ষম হয়েছি। ইনশাআল্লাহ্ পৃথিবীর সমস্ত কবুতরের তথ্য ধিরে ধিরে এখানে সংযোজন করা হবে। আসাকরবো নিয়মিত কমেন্ট,শেয়ার এর মাধ্যমে আমাদেরকে অনুপ্রেরণা যোগান দিবেন। নিচে আপনার সুবিধার্থে আমরা ১০১ একটি কবুতরের বৈশিষ্ট্য নিয়ে আলোচনার লিংক সংযোগ করেছি, - ধন্যবাদ

      https://bit.ly/3kZeLRS

      মুছুন
  2. জাযাকাল্লাহ সুন্দর পোস্ট

    উত্তরমুছুন

Thanks for Commenting! please follow our blog and see update continue