Ticker

10/খামার ব্যবস্থাপনা/ticker-posts

কবুতরের বিভিন্ন রোগ এর নামঃ

যে সকল রোগ দ্বারা  কবুতর আক্রান্ত হতে পারে সে গুলোর এর নামঃ


আজকের আলোচনা বিষয় কবুতর এর রোগ নিয়ে।আজ শুধু কবুতর সাধারণত যে সকল রোগে আক্রান্ত হতে পারে এমন কিছু রোগ এক  নাম উল্লেখ করবো। পরবর্তীতে প্রতিটা রোগ সম্পর্কে ভিন্ন ভিন্ন আলোচনা থাকবে আসা করি আমাদের সাথেই থাকবেন। কোথাও ভুল হলে  ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।প্রয়োজনে আমাদের কে পরামর্শ দিতে ভুলবেন না।

এবার মূল আলোচনার আসা যাক। কবুতর এর রোগ নিয়ে আমরা সকলেই একটু সংশয়ে থাকি বিশেষ করে যারা নতুন খামারি।রোগ আসলে হিমসিম খেয়ে যাই,খামারে রোগে আক্রমণ করলে তা ঠান্ডা মাথায় পদক্ষেপ নেয়াটাই উওম।মনে রাখবেন আপনার সঠিক পদক্ষেপ আপনাকে বড় ধরনের ক্ষতির হাত থেকে রক্ষা করতে পারে।

আসলে রোগ কখনো বলে আসেনা,এটা হটাৎ ই আসে।তবে কিছু বিষয় সুন্দর ভাবে নিয়ন্ত্রণ করতে পারলে অনেক অংশে রোগ বালাই থেকে নিরাপদ থাকা সম্ভব। আমি পূর্বের পোষ্ট গুলোতে কিছুটা আলোচনা করেছি।পরবর্তী তে আলোচনা করবো কিভাবে আপনার খামারকে রোগমুক্ত রাখতে পারবেন।

চলুন এবার কিছু রোগ এর নাম জানা যাক।

কবুতর এর বিভিন্ন  রোগ এর নাম।

১. Canker - ক্যাঙ্কার।

২. Salmonellosis or Paratyphoid Infection -সালমোনেলোসিস  বা প্যারাটাইফয়েত সংক্রমণ।

৩.  Paramyxovirus Infection - প্যারামক্সিভাইরাস সংক্রমণ বা রানিক্ষেত।

৪.   Ectoparasites Worm infestation - বাহ্যপরজীবি কৃমি সংক্রমণ।
! Roundworm - গোলকৃমি
!! hairworm - চুল কৃমি
!!! Tapeworm - ফিতা কৃমি

৫. Coccidiosis - কেসিসিডিওসিস -   রক্তমাশয়

৬. E. coli Infections - ই- কলি সংক্রমণ

৭. Respiratory infections -
- শ্বাসতন্ত্রের সংক্রমণ -

! Mycoplasmosis - মাইকোপ্লাজ়মোসিস
!! Ornithosis - (অর্নিথোসিস)- একচোখ ঠাণ্ডা.

৮. Infectious Coryza (ইনফেকশাস করাইজা) 

৯. Pigeon Pox - পিজন পক্স।

১০. Infectious catarrh - শ্লেষ্মাজনিত বা সর্দিজনিত সংক্রমণ।

১১. Sour Crop -
! Candida,
!! Thrush

১২. Trichomoniasis( ত্রিচমোনিয়াসিস) - কোষের সংক্রমণ।

১৩. Wet Droppings - ভেজা পায়খানা বা পাতলা পায়খানা।

১৪. Young Bird Sickness

১৫. Malnutrition and metabolic diseases - অপুষ্টি এবং বিপাকীয় রোগ।

১৬. Egg binding - ডিম আটকানো

১৭. Parasitic Diseases - বহিঃপরজীবি
! Lice -  উকুন
!!mites - মাইট
!!! scaly leg mites - স্কেল লেগ মাইট

১৮. Fungal Diseases - ছত্রাক জনিত রোগ। যেমনঃ Aspergillus, Cryptococcus,Candida

১৯. Chlamydia - চোখ ও ফুসফুসের সংক্রমণ।

২০.  Adeno Virus - এ্যাডিনো ভাইরাস

২১. Circo Virus - চিরকো ভাইরাস

২২. Pigeon Malaria - ম্যালেরিয়া

২৩. Avian influenza - এভিয়ান ইনফ্লুয়েঞ্জা।

২৪.Hernia - হারনিয়া


২৫.Bacterial secundary infections


২৬.Hexamitiasis


২৭.Haemophilus Catarrh


২৮.Gout


২৯.Salivary stones found in the pigeon’s beak


৩০.Candida (Trush)




একটু অসতর্ক হলেই খামারে রোগ এসে হানাদিবে,তবে কিছু কাজ নিয়মিত ভাবে করলে রোগের প্রাদূর্ভাব অনেক টাই কমেযাবে।নিয়মিত খামার পরিস্কার করার,খাবার পাত্র, পানির পাত্র পরিস্কার করা,নিয়মিত জীবানুনাশক স্প্রে করা, সর্বপরি খামারে জৈব ব্যাবস্থাপনা নিশ্চিত করনের মধ্য দিয়ে খামার কে অনাকাঙ্ক্ষিত রোগ বালাই এর হাত থেকে রক্ষা করা। পরবর্তী পোষ্ট গুলোতে প্রতিটা রোগ এর লক্ষন ও প্রতিকার নিয়ে আলোচনা করবো ইন-শা- আল্লাহ্।

" নিজে ভালো থাকুন আপনার কবুতর গুলোকে সুস্থ থাকতে সাহায্যে করুন"।

আল্লাহতায়ালাই এক মাত্র শেফাদান কারী।


প্রয়োজনীয় পোষ্ট পেতে আমাদের ব্লগটি Follow  করুন এবং আপনার মূল্যবান মতামত দিয়ে আমাদের সংঙ্গে থাকবেন এবং কোথাও ভুলহলে ক্ষমাসুন্দর দৃৃষ্টিতে দেখার অনুুরোধ রইলো।
আপনাদের ভালোবাসাই আমদের আগামীর পথ চলার পাথেয় ।

আপনাদের সকলের শারীরিক সুস্থতা   ও সকলের কবুতর গুলোর সুস্থতা কমনা করে শেষ করছি। আবার দেখা হবে নতুন কোন বিষয় নিয়ে।সবাই ভালো থাকবেন।

আল্লাহ হাফেজ

স্ট্যাডি ও তথ্য সংগ্রহঃ বিভিন্ন রিসার্চ আর্টিকেল,পিজন রিলেটেড বই,ব্যক্তিগত অভিজ্ঞতা,বিভিন্ন খামারি ও ভেটেরিয়ানদের পরামর্শ।

তথ্য সংগ্রহে এবং লেখকঃ-
জাকারিয়া হাসান এমরান
Admin
Pigeon Healthcare In BD

   *******Thank You *******

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ