Ticker

10/খামার ব্যবস্থাপনা/ticker-posts

সব সমস্যার সমাধান মেডিসিন নয় বিষয়টি উপলব্ধি করুন।

কবুতরের জন্য মেডিসিন

একজন খামারি তার খামারের কবুতর সুস্থ স্বাভাবিক রাখার জন্য ভ্যাকসিন টিকা সহ সব ধরনের সতর্কতা অবলম্বন করার পরেও, রোগবালাই লেগেই থাকে। এর কারন হতে পাড়ে,খামারে ইঁদুর, তেলাপোকা, টিকটিকির মতো জীবানু বহনকারী প্রাণীর উপস্থিতি থাকা।কারন ইদুর ৬০ টি  মারাত্মক রোগের জীবাণু বহন করে।

ইঁদুরের শ্বাসপ্রশ্বাস থেকেও বিভিন্ন রোগব্যাধি ছড়ায়, রোগবালাই ছড়ানোর ক্ষেত্রে  দ্বিতীয় অবস্থানে আছে টিকটিকি। টিকটিকির লালা থেকেও মারাত্মক রোগের সৃষ্টি হতে পাড়ে। তেলাপোকা মলত্যাগের মাধ্যমে অনেক গুলি মারাত্মক রোগের জীবাণু ছড়ায়।

সুতরাং রোগবালাই মুক্ত খামার গড়তে হলে শুরুতেই আমাদের ইঁদুর, তেলাপোকা, টিকটিকির মতো জীবানু বহনকারী প্রাণীর বিচরণ বন্ধের ব্যবস্থা করতে হবে। 

পটুয়াখালীতে পোল্ট্রি খামারিদের খামার ব্যাবস্থাপনা, ও দিকনির্দেশনা মুলক এক কর্মশালায় উপস্থিত ছিলাম।

কর্মশালায় উপস্থিত স্থানীয় পশু চিকিৎসক ও বাংলাদেশ প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মেডিকেল টিমের
মতামত গুলো।
 আপনাদের সামনে উপস্থাপন করলাম।


আজ এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন কোন বিষয় নিয়ে।আসা করি সাথেই থাকবেন। নতুন এবং প্রয়োজনীয় পোষ্ট গুলো পেতে আমাদের ব্লগটি Follow  করুন এবং নিচের কমেন্ট বক্সে আপনার মূল্যবান  মতামত দিয়ে আমাদের সংঙ্গে থাকুন। এছাড়াও কোথাও কোন ভুলহলে ক্ষমাসুন্দর দৃৃষ্টিতে দেখার অনুুরোধ রইলো।

আপনাদের ভালোবাসাই আমদের আগামীর পথ চলার পাথেয় ।

আপনাদের সকলের শারীরিক সুস্থতা   ও সকলের কবুতর গুলোর সুস্থতা কমনা করে শেষ করছি। আবার দেখা হবে নতুন কোন বিষয় নিয়ে।সবাই ভালো থাকবেন।

আল্লাহ হাফেজ

Acknowledgment of gratitude:- Khandokar Asaduzzaman Kajol 
Senior Pigeon Breeder and Admin(Only Fancy Pigeon Club in Bangladesh)

 *******Thank You *******

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ