Ticker

10/খামার ব্যবস্থাপনা/ticker-posts

উর্বর ডিম এবং অনুর্বর ডিম চিনবেন কিভাবে।

আমরা যারা কবুতর পালন করি তারা অনেকেই কোননটা উর্বর ডিম আর কোনটা অনুর্বর ডিম সেটা বুঝতে পারিনা। সে বিষয়টি নিয়ে আমি আজ আলোচনা করবো।আপনার কবুতর প্রথম ডিমটি যেদিন দিবে সেদিন আসল ডিমটি সরিয়ে অন্য কোন নিরাপদ জায়গা যেমন, গম, রেজা, চিনা এর পাত্রের মধ্যে তলিয়ে রাখুন এবং ডিমটিতে মার্কার বা সিডি রাইটার কলম দিয়ে ঐ দিনের তারিখ লিখে রাখুন। অতপর একটি প্লাস্টিকের ডিম হাড়িতে দিয়ে রাখুন। ডিমের পাত্রে অবশ্যই, ডিম পাড়ার পূর্বেই গোল করে নরম কাপড় দিতে হবে, যাতে করে ডিমগুলি যথাযথ তাপ পায় এবং ডিমগুলি শক্ত পাত্র বা পায়ে লেগে ভেঙ্গে না যায়। এর ১ দিন পর তথা ৩ দিনের দিন, অপর ডিমটি দেওয়ার পর সেটিকেও সরিয়ে দুটি ডিম খোলা পাত্রে রাখুন, ২ ঘন্টা, যাতে করে ডিম দুটি সাধারণ তাপে সমতায় আসে, ঠান্ডা হয়। অতপর প্লাস্টিকের দেওয়া ডিমটি সরিয়ে কবুতরের দুটি ডিম হাড়িতে দিয়ে কবুতরের কাছে দিন।

যেদিন দুটো ডিম দিয়ে বসাবেন সেদিন তারিখটা নোট করে রাখুন।

🌼পরিক্ষাঃ- তা দেওয়ার ৪-৫ দিন পর একটি অন্ধকার ঘরে একটি টর্চলাইটের আলোর সাহায্যে ডিমের নিচে লাইট জ্বালিয়ে উপরি অংশে লক্ষ করুন এবং ডিমের উর্বরতা পরীক্ষা করুন।

যদি ১নং ছবির মতো দেখেন তাহলে বুঝতে হবে ডিমটি অনুর্বর অথাৎ ডিমটি থেকে বাচ্চা হবেনা।

তখন অনুর্বর ডিম ফেলে হাড়ি সরিয়ে দিন কবুতর আবার ডিম পাড়ার জন্য প্রস্তুত হবে। আর যদি ২নং ছবির মতো ডিমের ভেতর রক্তের শিরা দেখতে পান তাহলে বুঝতে হবে ঐ ডিমটি উর্বর অর্থাৎ সে ডিম থেকে আল্লাহ চাইলে বাচ্চা ফুটবে।

চলুন এবার দেখে আসা যাক ১ থেকে ১৮/১৯ দিন পরযন্ত কখন ডিম কেমন দেখায়। নিচের ছবি লক্ষ করুন। এবং উপরুক্ত নিয়মে ডিম পরিক্ষা করুন।


আমার নিজ স্বল্প অভিজ্ঞতা থেকে লিখলাম। লেখার মধ্যে সংযোজন বিয়োজন করতে হলে অনুগ্রহ করে কমেন্টে জানাবেন।


সকলের শখের জিনিষগুলোর সু-স্বাস্থ্য কামনায়_Badrul Alom
Original Writer: Badrul Alom

Admin:-Fantail Pigeon Association Of Bangladesh 


আজ এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন কোন বিষয় নিয়ে।আসা করি সাথেই থাকবেন। নতুন এবং প্রয়োজনীয় পোষ্ট গুলো পেতে আমাদের ব্লগটি Follow  করুন এবং নিচের কমেন্ট বক্সে আপনার মূল্যবান  মতামত দিয়ে আমাদের সংঙ্গে থাকুন। এছাড়াও কোথাও কোন ভুলহলে ক্ষমাসুন্দর দৃৃষ্টিতে দেখার অনুুরোধ রইলো।
আপনাদের ভালোবাসাই আমদের আগামীর পথ চলার পাথেয় ।

আপনাদের সকলের শারীরিক সুস্থতা   ও সকলের কবুতর গুলোর সুস্থতা কমনা করে শেষ করছি। আবার দেখা হবে নতুন কোন বিষয় নিয়ে।সবাই ভালো থাকবেন।

আল্লাহ হাফেজ


জাকারিয়া হাসান এমরান
Admin
Pigeon Healthcare In BD
#pigeon #কবুতর #feralrockdove #Pigeonagg #kobutordim 
 *******Thank You *******

একটি মন্তব্য পোস্ট করুন

2 মন্তব্যসমূহ

  1. আমি উর্বর ডিমের বৈশিষ্ট্য জানতে চাই।।উর্বর ডিমের বৈশিষ্ট্য গুলো কি কি??

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. ধন্যবাদ আপনার সুন্দর একটি প্রশ্নের জন্য।

      কবুতরের উর্বর ডিমের বৈশিষ্ট্যঃ-

      ১/উর্বর ডিম আলোতে ধরলে ভেতরের জলীয় অংশ এবং কুসুম আলাদা আলাদা সচ্ছ দেখাবে।
      ২/ ডিম একদম গোলাকার এবং লম্বাটে না হয়ে মাঝারো সাইজের ডিম্বাকৃতি হবে।
      ৩/ ডিম ৪/৫ দিন হ্যাচিং বা তা দেবার পর সেটি লাইটের আলোতে ধরলে ভেতরের রক্ত নালি স্পষ্ট দেখবে।
      ৪/ ডিমের খোসা মোটা এবং মসৃণ হবে।

      এছাড়াও আমরা এই বিষয়ে পূর্নাঙ্গ একটি পোস্ট করবো খুব দ্রুতই আমাদের সাইটটি (ফলো)করে রাখুন পরবর্তী পোস্ট গুলোর নোটিফিকেশন পেয়ে যাবেন।

      মুছুন

Thanks for Commenting! please follow our blog and see update continue